আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২৯ আগস্ট: ফের বুনো হাতির হামলা মাদারিহাট-বীরপাড়া ব্লকের লোকালয়ে। শুক্রবার গভীর রাতে ব্লকের মধ্য খয়েরবাড়ির খাড়িয়া পাড়ায় হানা দিয়ে মুদির দোকান সহ পৃথক ৬টি ঘর ভেঙ্গে ফেলে হাতির দল।
জানা গেছে, শুক্রবার রাত ১টা নাগাদ দুটি হাতি গ্রামে ঢুকে প্রথমে একটি ছোট মুদির দোকান তছনছ করে। এরপর সুনিল খড়িয়া, অমৃতা ওরাও, বান্ধাইন খড়িয়া, নাহাস খাড়িয়া, সোমরা খাড়িয়া, সঞ্জয় খাড়িয়ার পৃথক ৬টি ঘরে হামলা চালায়। দেয়াল ভেঙ্গে চাল, ডাল আনাজ খেয়ে তছনছ করে।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কিশোর মুন্ডা জানান, গভীর রাতে দু’টি হাতি একটি ছোট মুদি দোকান সহ ৬টি দরিদ্র আদিবাসী পরিবারের ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছে।প্রতি রাতেই হাতির অত্যাচার চলছে এলাকায়।
স্থানীয় বাসিন্দা আশিস শৈব ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবার দাবি জানান।
ওয়াইড লাইভ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন,”ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।”