আমাদের ভারত, হুগলী, ২৩ ডিসেম্বর: বিজেপি চলে যাচ্ছে আমরা খুব খুশি। আমরা তো আর অধীর চৌধুরি নই, যে যে কোনও উপায়ে বাংলায় বিজেপি ও আরএসএসকে এগিয়ে রখতে হবে। এমনই মন্তব্য করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। আজ এনআরসি ও সিএএর প্রতিবাদে এক মহামিছিলের আয়োজন করে এমনই মন্তব্য করেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে এই মিছিল চাপদানি পলতা ঘাট থেকে শুরু হয়।শ্রীরামপুরের মাহেশে শেষ হবে এই প্রতিবাদ মিছিল। প্রায় তিন হাজার তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে অংশ নিয়েছিলেন। পৌরসভার পৌর প্রধান সুরেশ মিত্র, প্রাক্তন বিধায়ক মুজাফফর খান, ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মহিলাদের মুখে ছিল মুখ্যমন্ত্রীর মুখোশ। নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শ্রীরামপুরের দিকে এগিয়ে চলে এই প্রতিবাদ মিছিল।
অন্যদিকে সোমবার নাগরিকত্ব সংশোধনী আইন ও এনারসির প্রতিবাদে তৃণমূলের মন্ত্রী বিধায়কের নেতৃত্বে মিছিল হল চুঁচুড়ায়।মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক প্রবীর ঘোষাল, বিধায়ক অসীম মাঝি, প্রাক্তন সাংসদ রত্না দে নাগ সহ তৃণমূলের বহু নেতা কর্মীরা।এদিন চুঁচুড়া খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত হয় এই মিছিল।