নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ নভেম্বর:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়লা পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। শনিবার কলকাতার হেস্টিংসে রাজ্য বিজেপির অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় তদন্ত করতে রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি চলছে। সেই প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন সিবিআই তাদের কাজ করছে। এই বিষয়ে আমার বলার কিছু নেই। তবে কয়লা পাচারকারীদের সঙ্গে ভাইপোর যোগাযোগ রয়েছে। যা নিয়ে মানুষ বিব্রত বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।
কয়লা মাফিয়া, বালি মাফিয়াদের থেকেই রাজ্যের শাসকদলের টাকা আসে। রাজ্যের শাসকদলের নেতারা তাদের থেকে টাকা নিয়েই দল চালান বলে অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র। মানুষ এবার এই মাফিয়া রাজ বন্ধ করতে চাইছেন। মাফিয়া রাজ বন্ধ করার জন্যই রাজ্যের মানুষ বিজেপিকে চাইছেন বলে জানালেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। পাশাপাশি মাফিয়া রাজ নিয়ে তৃণমূলে নেতৃত্বের একাংশও বিরক্ত। তাই তারা মাফিয়ারাজের বিরুদ্ধে মুখ খোলার জন্য বিজেপিতে আসছেন বলে দাবি করেন কৈলাস বিজয়বর্গীয়।