রাজ্যপালের চিকিৎসার প্রয়োজন, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩০ জানুয়ারি:
রাজ্যপালের চিকিৎসার প্রয়োজন। তিনি নিজের সীমানা অতিক্রম করছেন। এমন ভাবেই রাজ্যপাল জাগদীপ ধনকরকে কটাক্ষ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাগল হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বলেও কটাক্ষ করেন খাদ্যমন্ত্রী।

ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধীজীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে উদ্দেশ্য করে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। যে মন্তব্যগুলি যথেষ্ট অপমানজনক বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের পুলিশ মহলের একাধিক শীর্ষকর্তারা। এদিন গান্ধীঘাটে পুলিশ কমিশনার মনোজ ভার্মার মুখোমুখি হয়েই সকলের সামনে ক্ষুব্ধ রাজ্যপাল বলেন, “প্রথম সারিতে বসে খবরের কাগজ পড়ছেন? এটা কী ধরনের আচরণ? আপনারা থাকেন কোথায়? লজ্জা হওয়া উচিত। উর্দি পরে যদি এটা করেন, তাহলে অন্যরা দেখে কী শিখবে, কী করবে?” এখানেই শেষ নয়। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, “আজ গান্ধীজীর প্রয়াণ দিবস। এই দিন অহিংসার দিন। সেখানে রাজ্য জুড়ে হিংসা চলছে। রাজ্যের কোথাও আইন বলে কিছু নেই। আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি। অথচ পুলিশ প্রশাসন চুপ করে আছে।” এরপরই বিতর্কের ঝড় ওঠে রাজ্যের পুলিশ মহলে।

প্রসঙ্গত আগামী ৪ ফেব্রুয়ারি বনগাঁয় সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বনগাঁর চন্দ্রিকা সভা কক্ষে দলীয় নেতাদের নিয়ে একটি সভা করেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি সভাস্থল এবং হেলিপ্যাড মাঠ ঘুরে দেখেন তিনি। বৃহস্পতিবার ব্যারাকপুরে রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ব্যারাকপুরের সিপি মনোজ বর্মাকে ভর্ৎসনা করেন। এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয়বাবু রাজ্যপালের চিকিৎসার প্রয়োজন আছে বলে কটাক্ষ করেন। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাগল হয়ে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন। পাগলকে পাগলা গারদে আটকে রাখা উচিত বলেও মন্তব্য করেন জ্যোতিপ্রিয়বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *