পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ মার্চ:
পূর্ব মেদিনীপুর জেলার এগরায় ভোট প্রচারে এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রর প্রার্থী জুন মালিয়া। এদিন প্রথমে এগরার মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান জুন মালিয়া। পরে কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পদযাত্রা সহকারে এগরার হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন।
এদিন তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে দেখে সেলফি তুলতে ভিড় জমান সাধারণ মানুষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া জানান, আমি এগরা থেকে প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করলাম বিভিন্ন জায়গায় সকলের আশির্বাদ নিয়েছি। এখন ঠাকুরের আশির্বাদ নিলাম। এতো ভালোবাসা যখন পাচ্ছি, এতো আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃস্ফূর্ত ভাবে তাই বাবার কাছে এই পার্থনা করে গেলাম বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে। উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য নেতারা।