বিশ্বকর্মা পুজো পরিদর্শনে মেদিনীপুরে জুন মালিয়া ও ঋতব্রত ব্যানার্জি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: সোমবার মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে তৃণমূল শ্রমিক ইউনিয়নের পুজোর অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক জুন মালিয়া ও তৃণমূলের শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি। সঙ্গে ছিলেন পার্থ ঘনা সহ অন্যান্য শ্রমিক ইউনিয়নের নেতারা।

অনুষ্ঠানের পর বিধায়ক জুন মালিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সৌরভ গাঙ্গুলি শালবনিতে ইস্পাত কারখানা গড়বেন শুনে তিনি খুব খুশি হয়েছেন। এটি তাঁর বিধানসভা এলাকায়। মহারাজকে সব রকমের সাহায্য করবেন। তিনি কলকাতায় ফিরলে এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলবেন। ডেঙ্গি নিয়ে মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এরপরে শহরের এলআইসি মোড় এলাকায় টোটো ইউনিয়নের উদ্যোগে আয়োজিত একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বস্ত্র তুলে দেন গরিবদের হাতে। পাশাপাশি মেদিনীপুর শহরের ২৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত ডেঙ্গু সচেতনতা শিবির এবং মশারি প্রধান অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক জুন মালিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান অনিমা সাহা, সমাজসেবী তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ ওরফে বুবুন মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এই অনুষ্ঠান থেকে প্রায় হাজার খানেক মানুষকে মশারি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *