জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের গাড়িতে হামলা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১০ ডিসেম্বর: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপর হামলার এবং কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি ভাঙ্গচুরের ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে তিনি জানিয়েছেন পরিকল্পনা করেই বৃহস্পতিবার জেপি নাড্ডার কনভয়ে হামলা চালিয়েছে তৃণমূল। একইভাবে তাঁর এবং কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতেও হামলা চালানো হয়।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ ডায়মন্ড হারবারে যাওয়ার সময় তাঁর ওপর হামলা চালানো হয়। যদিও ডায়মন্ড হারবারে যাওয়ার আগেই দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয় হামলা হতে পারে। পরে সেই ঘটনাই সত্যি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ সকাল ১১.৩০টা নাগাদ জেপি নাড্ডার কনভয় ডায়মন্ড হারবার এর দিকে রওনা দেয়। কলকাতা পুলিশের এরিয়া ছাড়তেই বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। ১১৭ নম্বর জাতীয় সড়কে বারবার জেপি নাড্ডার গাড়ি আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকরদের বিরুদ্ধে। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক জেপি নাড্ডা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এর মধ্যেই কেন্দ্রীয় সভাপতির উদ্দেশ্যে একটি ইট ভিড় থেকে ছোড়া হয়। যার ফলে জেপিন আড্ডার গাড়ির কাঁচ ভেঙে যায়।

ঠিক একই কায়দায় সরিষার সামনে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি আটকায় বলে অভিযোগ। দুজনের গাড়িতেই ইটপাটকেল ছোড়ে কয়েক জন দুষ্কৃতী। ইটের আঘাতে কৈলাস বিজয়বর্গীয় গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। ইটের আঘাতে রাজ্য বিজেপি সভাপতি আহত হয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য বিজেপি নেতারা। সমস্ত বাধা টপকে অবশ্য বিজেপি নেতারা দুপুর দেড়টা নাগাদ ডায়মন্ড হারবারে পৌঁছান। দেরিতে হলেও সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে সভা করতে সমর্থ হন। সভাতে জেপি নাড্ডা বলেন, হামলা করে কোনও লাভ নেই। বিজেপি গণতন্ত্র উদ্ধারে লড়াই চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *