স্নেহাশীষ মুখার্জি,আমাদের ভারত, নদীয়া, ১০ ডিসেম্বর
শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় গভীর রাতে ভাগীরথী নদীতে ভাঙ্গন শুরু হয়। এলাকাবাসীর রাতের ঘুম ভেঙে যায় ভাঙ্গনের শব্দে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শান্তিপুরের স্টিমার ঘাটের জল প্রকল্পে তালা মারবে বলে জল প্রকল্পের সামনে এগিয়ে আসে। সেই সময় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন আশ্বস্ত করলে এলাকাবাসী তালা না মেরে পুলিশের কথা রাখে। কিন্তু এলাকাবাসীরা রাতের ঘুম বন্ধ করে গঙ্গার পাড়ে রাত জেগে পাহারা দেবার ব্যবস্থা করে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা গঙ্গার ভাঙ্গন নিয়ে আলোচনায় বসলে শান্তিপুর থানার আধিকারিক জানান ব্যাপারটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আশ্বাস দিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।