JP Nadda, Sandeshkhali incident, সন্দেশখালির ঘটনায় একাধিক কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে অনুসন্ধান কমিটি গঠন জেপি নাড্ডার

আমাদের ভারত, ১৫ ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনায় অনুসন্ধান কমিটি গঠন করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী প্রতিমা ভৌমিকদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। খুব শীঘ্রই এই কমিটি সন্দেশখালি যাবে বলে জানাগেছে। সেখানে মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট দেবে বলে জানাগেছে।

তবে ঠিক কবে এই টিম বাংলায় আসবে তা এখনো জানা যায়নি। সন্দেশখালির ঘটনায় উত্তাল হয়েছে সারা রাজ্য। মহিলাদের রাতের পর রাত ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। যদিও এই বিষয়ে রাজ্য পুলিশ কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে। আর এই ঘটনাকেই বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাঁর দাবি, বাংলায় মহিলাদের কোনো সম্মান নেই। শ্লীলতাহানি, ধর্ষণের মতো নক্কারজনক ঘটনা ঘটে চলেছে। আইনশৃঙ্খলা একেবারে মুখ থুবড়ে পড়েছে। সবকিছু জেনেও পুলিশ প্রশাসন চুপ করে বসে রয়েছে বলে তার দাবি।

জানাগেছে, বিজেপির অনুসন্ধান টিমে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী প্রতিমা ভৌমিক ছাড়াও রয়েছেন বিজেপি সাংসদ সুনিতা দুগ্গল, কবিতা পতিদার, সঙ্গীতা যাদব এবং ব্রিজ লালের মতো একাধিক নেতৃত্ব। সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখে এই টিম জেপি নাড্ডাকে রিপোর্ট দেবে এবং এর পরই যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানাগেছে।

পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থারও খোঁজ নিয়েছেন নাড্ডা। ফোন করে বিজেপি সাংসদদের খোঁজ নিয়েছেন তিনি। বুধবার সন্দেশখালি যাওয়ার পথে তাকে আটকে দেয় পুলিশ। বাক বিতন্ডা চলাকালীন গাড়ির উপর থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান সুকান্ত। শরীরে একাধিক জায়গায় চোট ও বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন বিজেপি রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *