পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: সন্দেশখালিতে মহিলাদের উপর নির্মমভাবে অত্যাচার এবং বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্তার প্রতিবাদে আজ মেদিনীপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান করেছে বিজেপি।
এদিন দলের জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক এবং মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্তর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এই সময়ে মহিলা মোর্চার সদস্যরা ঝাঁটা হাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। রাস্তার উপর গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।