আমাদের ভারত,১১ মার্চ:মঙ্গলবার কংগ্রেস থেকে পদত্যাগ করার পরে বুধবার দুপুরে বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বেলা আড়াইটে নাগাদ বিজেপি হেডকোয়ার্টারে আসেন তিনি। সেখানে জেপি নাড্ডার হাত ধরেই তার বিজেপিতে অন্তর্ভুক্তিকরণ হয়। দলে যোগ দিয়েই কংগ্রেসের বিরুদ্ধে যেমন একরাশ ক্ষোভ উগরে দেন সিন্ধিয়া তেমনি মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। সিন্ধিয়া বলেন,” মোদীর হাতে দেশসুরক্ষিত। ভারতকে তিনি বিশ্ব দরবারে তুলে ধরেছেন। দেশের সামনে আসা যে কোনো সমস্যাকে তিনি সুদক্ষ হাতে সামলে রাখতে সক্ষম।”
জ্যোতিরাদিত্যকে বিজেপিতে স্বাগত জানিয়ে জনসংঘ গঠনে রাজমাতা বিজিয়া রাজে সিন্ধিয়ার অবদান মনে করিয়ে দেন জেপি নাড্ডা। বিজেপিতে এসে জ্যোতিরাদিত্য দলের সমস্ত কান্ড কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবেন এবং নিজের মতামত সদর্পে জানাতে পারবেন বলে জানান নাড্ডা। একইসঙ্গে বিজেপিতে তাকে স্বাগত জানানোর জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ কে ধন্যবাদ জানান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন,”জীবনের দুটি ঘটনা আমার মোড় ঘুরিয়ে দিয়েছে তার মধ্যে প্রথমটি হলো ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর যেদিন আমার বাবার মৃত্যু হয়েছিল এবং দ্বিতীয়টি হলো ২০২০-র ১০ মার্চ। ঐদিন আমার বাবার ৭৫ তম জন্মবার্ষিকী আর ওই দিনই একটা বড় সিদ্ধান্ত নিলাম আমি। আমার জীবনের পথ পরিবর্তন করলাম আমি।”
তিনি বলেন, আজ আর সেই কংগ্রেস নেই। অনেক পার্থক্য ঘটে গিয়েছে। এখন কংগ্রেসে নবীনদের গুরুত্বই দেওয়া হয় না।” এভাবেই একের পর এক ক্ষোভ দেন জ্যোতিরাদিত্য কংগ্রেসের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন অনুন্নয়নের। তিনি বলেন, রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি কমলনাথের সরকার। মাফিয়া রাজ চলেছে সেখানে। দুর্নীতিও বেড়েছে।
তিনি বলেন, “কংগ্রেসের থেকে জনসেবার কাজ করতে পারছিলাম না।” নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের হয়ে কাজ করার জন্য বিজেপি এখন সঠিক পাল্টফর্ম বলেও মন্তব্য করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, কংগ্রেস এখন আর আগের মত নেই, বাস্তবতাকে অস্বীকার করছে কংগ্রেসের নেতৃত্ব। ” সেখানে সত্যের পথ নিলেই তাঁকে টার্গেট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সিন্ধিয়া বলেন, প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে মধ্যপ্রদেশ সরকার। কৃষকরা হতাশ, রোজগার নেই মধ্যপ্রদেশে। ”
জ্যোতিরাদিত্য বলেন, “দেশের ভবিষ্যৎ ও নিরাপত্তা মোদীজির হাতে সুরক্ষিত। মোদীজি অমিত শাহজি এবং বিজেপির হাজার হাজার সমর্থক এর দেখানো পথে আমি চলব।”