রাজনীতির স্বার্থে কারোর সংসার ভাঙাবেন না: জয়

আমাদের ভারত, হাওড়া, ২১ ডিসেম্বর: রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নেমে নেতা নেত্রী পরিবর্তন কর কিন্তু এই নেতা নেত্রী পরিবর্তন করতে গিয়ে যেন কারোর দীর্ঘদিনের সংসার না ভাঙে সেইদিকটা সকলকে খেয়াল রাখার আবেদন জানালেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সুজাতা খাঁর তৃণমূলে যোগ দেওয়ার খবরে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন জয়।

এদিন জয় বলেন, আমি ব্যাক্তিগতভাবে চাই না রাজনীতি করতে গিয়ে কারোর ঘর ভাঙুক। তিনি বলেন, সৌমিত্রর মত আমারও এক অবস্থা হয়েছিল। আমার স্ত্রীর সাথে আমার কোনও অশান্তি মোনমালিন্য ছিল না আমরা সুখে শান্তিতে সংসার করছিলাম। কিন্তু আমি বিজেপিতে যোগ দেওয়ার পরেই আমার সংসার ভেঙে গেল। কারণ আমার স্ত্রী তৃণমূলের কাউন্সিলর ছিলেন। তৃণমূল তাদের ঘর ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন জয়। জয় অভিযোগ করেন, ২০১৬ সালে যখন আমার স্ত্রী তৃণমূলের কাউন্সিলর হলেন তারপর থেকেই তৃণমূল তাকে বিভিন্ন নির্বাচনী জনসভায় নিয়ে গিয়ে আমার নামে কুৎসা রটিয়েছে এমনকি আমার স্ত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাকে দিয়ে বলানো হয়েছে যে নিজের স্ত্রীকে যে সামলাতে পারেনা সে কি করে তার নির্বাচনী কেন্দ্র সামলাবে সেই নিয়েও আমাকে কটাক্ষ করা হয়েছে। জয়ের দাবি, ১৬ বছর স্ত্রীকে নিয়ে ঘর করলেও আমার প্রাক্তন স্ত্রীর নামে কোনও কটুক্তি করিনি। এমনকি তিনি এখনোও আমার ব্যানার্জি পদবি ব্যাবহার করলেও আমি বাধা দিইনি, কারণ এটাই আমার সংস্কৃতি। আমাকে এটাই শিখিয়েছে আমার আদর্শ নেতা নরেন্দ্র মোদী।

তিনি বলেন, আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমি নরেন্দ্র মোদীজিকে রামকৃষ্ণ ভেবে বিজেপিতে যোগ দিয়েছি। তবে রাজনীতি করার জন্য নয় দেশ এবং বাংলার সেবার জন্য বিজেপিতে যোগ দিয়েছি বলে দাবি করেন জয় বন্দ্যোপাধ্যায়। জয় বলেন, সৌমিত্র ও সুজাতা খাঁ এর জীবনের ঘটনা নিয়ে আমি মমাহত, ব্যাথিত। আমার জীবনেও এইরকম ঘটনা ঘটেছিল। তিনি বলেন, সকল দলের কাছে আমার অনুরোধ নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্য দল থেকে লোক নাও কিন্তু একটু লক্ষ্য রেখ যাতে এই দলবদলের ফলে কারোও সংসার ভেঙে না যায়।  এদিন জয় সৌমিত্র খাঁ ও সুজাতা খাঁকে একসাথে থেকে দুটি পৃথক দলের হয়ে রাজনীতি করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *