আতঙ্কের মধ্যে আনন্দ ফিরে এল চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানাতে

সায়ন ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ মার্চ: নোবেল করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ জড়োসড়ো। আতঙ্কে গোটাদেশ। দেশবাসীর মধ্যে প্রশ্ন করোনায় গ্রাস করবে না তো আমাদের? প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সব ধরণের জরুরি পরিসেবকদের উদ্দেশ্যে ঘণ্টা, হাতে তালি দিয়ে কয়েক মুহুর্তের জন্য গোটা ভারত বর্ষের মানুষের মধ্যে আনন্দ ফিরিয়ে দিল।

এদিন ঠিক ৫ নাগাদ রাজভবন থেকে রাজ্যপাল ভাষণ দিয়ে গোটা ভারতবর্ষের জরুরি পরিসেবকদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর চারি দিক থেকে ঘণ্টা, কাঁসর, আর হাততালির শব্ধে যেন জাগিয়ে দিল গোটা ভারতবাসীকে। টিভিতেও দেখা যায় বলিউড টলিউড নায়ক নাইকাদের থালা বাজাতে। মোদীজির কথায় সারা ভারতবর্ষের মানুষ যে এতোটা আবেগ পূর্ণ। রাজনৈতীক দল গুলি এক সঙ্গে কাজ করছে। ইতি মধ্যে রাজ্যের বাইরে থেকে আসা মানুষদের অসন্মান না করে তাদের চিকিৎসকদের পরামর্শ নিতে অনুরোধ জানাচ্ছে। উত্তর ২৪ পরগনার সমস্ত পৌরসভার চেয়ার ম্যান সহ কাউন্সিলররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *