আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি:
ডেবরার গোলগ্রামে মঙ্গলবার বিকেলে এনআরসির সমর্থনে সভা করেন বিজেপি নেতা জয় ব্যানার্জি। তিনি জানান, মানুষের ভালোবাসা, বিশ্বাস, আস্থা অর্জন করেই বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। এর জন্য বোমা, বন্দুকের ব্যবহার করার দরকার নেই বিজেপির। তাঁর মতে মানুষজনের মধ্যে মিথ্যের জাল ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন না তাঁর এবং তাঁর দলের করুণ পরিণতি হতে চলেছে। এর থেকে বেরিয়ে আসার রাস্তা বন্ধ। এনআরসি আর সিএএ হবেই। এটা কেউ ঠেকাতে পারবে না। মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল। কোনো ভাবেই তাঁরা এতে সফল হবে না বলে জানান তিনি।