আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জানুয়ারি: মঙ্গলবার ভোর রাতে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক বিপ্লব সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। হঠাৎ অসুস্থতার জন্য সোমবার সকালে তাকে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়।
তিনি মেদিনীপুর শহর থেকে প্রকাশিত দৈনিক বিপ্লবী সব্যসাচী পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসাবে লিখতেন। তাঁর মৃত্যুতে মেদিনীপুর শহরে শোকের ছায়া নেমে আসে। তাঁর বাসভবনে গিয়ে তাঁর মরদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়, কিংশুক আইচ, মহম্মদ আসিফ, পার্থ খাঁড়া, সুজয় নায়েক, সুজয় খাঁড়া, সব্যসাচী লাহা সহ অন্যান্য সাংবাদিকগণ। সেইসঙ্গে তারা তাঁর পরিবারকে সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি রেখে গিয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা সেনগুপ্ত ও একমাত্র নাবালিকা মেয়েকে। মঙ্গলবার মেদিনীপুরের পদ্মাবতী শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।