Job losses, Junior Doctor, চাকরিহারাদের মিছিলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের একাধিক মুখ

আমাদের ভারত, ১০ এপ্রিল: বৃহস্পতিবার চাকরিহারাদের মিছিলে অংশ নিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মুখ।

আর জি করে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে তৈরি হওয়া আন্দোলনে প্রথম সারিতে ছিলেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। তিনি এদিন বলেন, “আমরা দেখেছি কাদের উপর হাত পড়েছে। তারপরও অন্য কথা হয়েছে। আমরা সব দেখে নাগরিক হিসেবে এই মিছিলে শামিল হয়েছি। এটা আমাদের নৈতিক কর্তব্য।”

মিছিল থেকে চাকরিহারাদের বিরুদ্ধে সুর চড়ালেন আর এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া। তিনি প্রকাশ্যেই অভিযোগ করেন, ‘এরা প্রতিবাদ করে মারতে জানে।,” মিছিল থেকে সরব হন বামপন্থী অভিনেতা বাদশা মৈত্র। তিনি অভিযোগ করেন, “সরকারের অপদার্থতার জন্য চাকরি গিয়েছে এত মানুষের।

তীব্র গরম উপেক্ষা করে এদিন বেলা দেড়টা নাগাদ শিয়ালদা থেকে শুরু হয় প্রতিবাদীদের মহামিছিল। মৌলালির বদলে বি বি গাঙ্গুলি স্ট্রিট রোড হয়ে আসে সেন্ট্রাল অ্যাভিনিউতে। চাকরিাহারাদের সঙ্গী সমাজের বিভিন্ন স্তরের মানুষ। স্লোগান ওঠে, “পুলিশ তুমি মারলে কেন?” এর আগে শিক্ষকদের লাঠিপেটার প্রতিবাদ জানাতে ই এম বাইপাসে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার সমর্থকরা। রাস্তার উপর জ্বালানো হল টায়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *