জঙ্গলমহল উৎসবে ডাক না পাওয়া ঝুমুর শিল্পীদের বিক্ষোভ

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ জনুয়ারি: রাজ্যস্তরের জঙ্গলমহল উৎসবে ডাক না পেয়ে জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখালেন ঝাড়গ্রামের ঝুমুর ও লোকশিল্পী সমন্বয় মঞ্চের সদস্যরা। তাঁদের অভিযোগ, স্থানীয় শিল্পীদের সুযোগ না দিয়ে বাইরের শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করানো হচ্ছে। এছাড়া মঞ্চের পরিবর্তে মাঠে অনুষ্ঠান কারার বিরোধিতা করা হয়েছে।

২০২০ সালের জঙ্গলমহল উৎসবের অনুষ্ঠানে স্থানীয় ঝুমুর শিল্পীদের বঞ্চিত করার অভিযোগ ওঠেl এজন্য শুক্রবার বেলা বারোটা নাগাদ ঝুমুর ও লোকশিল্পী সমন্বয় মঞ্চের সভাপতি লক্ষীকান্ত মাহাতোর নেতৃত্বে শতাধিক ঝুমুর শিল্পী জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভ প্রদর্শনের পর একটি প্রতিনিধি দল জেলাশাসক আয়েশা রানীর সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি-দাওয়া সংক্রান্ত স্মারকলিপি পেশ করেনl

দাবিগুলোর মধ্যে ছিল বহিরাগত শিল্পীদের দিয়ে অনুষ্ঠান না করিয়ে স্থানীয় শিল্পীদের বেশি করে সুযোগ দেওয়া, শিল্পীদের মাঠের মধ্যে নাচ-গান পরিবেশন না করিয়ে মঞ্চের ওপর জায়গা দেওয়া, জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ছাড়া অন্য কোনো জায়গা থেকে শিল্পীদের তালিকা নিয়ে উৎসবে আমন্ত্রণ না জানানো, শিল্পীদের সান্মানিক দেওয়ার পাশাপাশি তাদের উপযুক্ত মর্যাদা দেওয়া।

জেলাশাসক আয়েশা রানি জানিয়েছেন, ঝুমুর ও লোকশিল্পী সমন্বয় মঞ্চের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি আগামী দিনে সেই সব দাবি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *