আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: এশিয় যুব তিরন্দাজিতে ভারতীয় দলে ঝাড়খণ্ডের মেয়ের অন্তর্ভুক্ত হওয়ায় তাঁকে এবং জঙ্গলমহলে তাঁর প্রশিক্ষণকেন্দ্রর শুভকামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছেন, “আমি এটা জানাতে পেরে আনন্দিত যে আমাদের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি, ঝাড়গ্রাম (বিএএজে) এর একজন সেরা তীরন্দাজ এবং প্রশিক্ষণার্থী জুয়েল সরকার, তাইপেই (চীনের অধীন)-তে অনুষ্ঠিতব্য এশিয়া যুব তিরন্দাজী প্রতিযোগিতায় আমাদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘জুনিয়র রিকার্ভ’ দলে নির্বাচিত হয়েছেন।
২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে জুনিয়র স্তরের কোনও তিরন্দাজ ভারতীয় দলের জন্য নির্বাচিত হয়েছেন। আমি বিশেষভাবে গর্বিত বোধ করছি, কারণ আমাদের সরকারই উচ্চাকাঙ্ক্ষী তীরন্দাজদের জন্য জঙ্গলমহলে ‘বেঙ্গল আর্চারি অ্যাকাডেমী, ঝাড়গ্রাম (বিএএজে) শুরু করেছে।
আমি আশা করি এটি শুধুমাত্র শুরু, বিএএজে ভবিষ্যতে এরকম অনেক রত্ন তৈরি করবে। আমি জুয়েল এবং বিএএজে-এর শুভ কামনা করছি।”