অমরজিৎ দে , ঝাড়গ্রাম, ৩১জানুয়ারি: ঝাড়গ্রামের কদমকানন ইউনাইটেড ক্লাবের সরস্বতী পুজো ১৭ বছরে পা দিলো। এবছর তাদের সরস্বতী পুজোর থিম ছিল বাকরুদ্ধ বাগদেবী।
সরস্বতী পুজো উপলক্ষে গতকাল ১৫০ জন গরিব দুঃস্থ মানুষকে কম্বল ও বস্ত্র তুলে দিলেন সিধু-কানু পার্কে। এই কম্বল ও বস্ত্র দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার প্রশাসক তথা মহকুমা শাসক সুবর্ণ রায়। এছাড়াও পুজো কমিটির সভাপতি দেবজ্যোতি ব্যানার্জি, সম্পাদক প্রান্তিক মৈত্র ও ক্লাবের অন্যান্য সদস্যরা।