blood donation, Jhargram, রোগীদের বাঁচাতে রক্তদানে এগিয়ে এলেন ঝাড়গ্রাম হাসপাতাল কর্তৃপক্ষ, সন্তানকে সঙ্গে নিয়ে রক্ত দিলেন নার্স

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ এপ্রিল: চিকিৎসাধীন রোগীদের জন্য পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে রক্ত। রক্তের জন্য ব্লাড ব্যাঙ্কগুলিতে সন্ধান করতে হচ্ছে রোগীর আত্মীয়দের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের। এই চিত্রটা দেখার পর আর স্থির থাকতে পারলেন না চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলেই। গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট দূর করতে এগিয়ে এলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা।

বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম গর্ভমেন্ট ও হাসপাতাল এবং ঝাড়গ্রাম জেলা ব্লাড ব্যাঙ্কের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা রক্ত দেন। তার পাশাপাশি হাসপাতালের কর্মীদের পরিবারের সদস্যরাও এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি গৌতমেশ্বর মজুমদার, ঝাড়গ্রাম গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার সহ অন্যান্যরা। গৌতমেশ্বর মজুমদার বলেন, “গ্রীষ্মকালীন সর্বত্র একটা রক্তের সঙ্কট দেখা দেয়। তাই আমাদের হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সমস্ত কর্মচারীরা একত্রিত হয়ে রক্তদান জীবন দান এই বার্তা’কে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করেছি। যেখানে তারা সকলে স্বেচ্ছায় রক্তদান করছেন। আমরা সর্বত্রভাবে রোগীদের পাশে থাকার চেষ্টা করছি”।

রক্তদান শিবিরে সন্তানকে সঙ্গে নিয়েই রক্ত দিচ্ছিলেন হাসপাতালের নার্স শাবনম খাতুন। তিনি বলেন, “হাসপাতালে থাকাকালীন দেখেছি এই সময় রক্তের ব্যাপক সঙ্কট দেখা দিচ্ছে, রক্তের যোগান না থাকায় সঠিক সময়ে রোগীদের রক্ত দেওয়া সম্ভব হচ্ছে না। তাই এই রক্তের ঘাটতি পূরণ করার জন্য আমি এখানে রক্ত দিচ্ছি। সকলের কাছে অনুরোধ আপনারাও এই রক্তদানে এগিয়ে আসুন”।

হাসপাতালের কর্মী চন্দন সৎপতি বলেন, “রক্তের সংকট দূরীকরণের জন্য এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। আমরা সকলেই উৎসাহের সঙ্গে রক্ত দিচ্ছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *