অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খার্বন্ধি অঞ্চলের চৈনিশোল গ্রামে কালী মন্দির থেকে মায়ের গায়ের গয়না চুরি। বুধবার রাতে এই চুরি হয়।
মন্দিরের পুরোহিত যখন আজ সকালে মন্দিরের যান তখন দেখেন মন্দিরের ভেতরে ঢুকতে যে দুটো দরজা পড়ে সেই দুটো দরজার তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ভেতরে গিয়ে দেখেন মায়ের গায়ে থাকা সমস্ত গয়না চুরি হয়ে গেছে। তারপরেই গ্রামবাসীদের সমস্ত ঘটনাটি জানান।গ্রামবাসীদের দাবি, এই নিয়ে গত দুই বছরে দুইবার চুরি হয়েছে। পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে।