তৃণমূল কর্মীকে গুলি চালানোর ঘটনায় নদীয়ায় গ্রেপ্তার প্রাক্তন সেনা কর্মী

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৪ জানুয়ারি : তৃণমূল কর্মীকে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার প্রাক্তন সেনা কর্মী।ধৃত প্রাক্তন সেনা কর্মীর নাম তন্ময় রায়।প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে নদীয়ার ধানতলা থানার আড়ংঘাটায় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী স্বপন বিশ্বাস।অভিযোগ ওঠে রাজনৈতিক বিবাদ নিয়ে স্বপন বিশ্বাস নামের ওই তৃণমূল কর্মীকে গুলি চালায় বিজেপি কর্মী তন্ময় রায়।সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে ওই প্রাক্তন সেনা কর্মীকে গ্রেফতার করে পুলিশ।শুক্রবার ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়েছে।যদিও রাজনৈতিক বিবাদ নয়,তলাবাজির প্রতিবাদ করায় আক্রান্ত হয়ে সেলফ ডিফেন্সে এই গুলি চালাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন অভিযুক্ত প্রাক্তন সেনা কর্মী তন্ময় রায়।

তন্ময় রায় ও তার পরিবারের অভিযোগ, গুলিবিদ্ধ স্বপন বিশ্বাস এলাকায় এক পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা তোলা চেয়েছিল।অভিযোগ,সেই ঘটনার প্রতিবাদ করাতেই বৃহস্পতিবার ওই প্রাক্তন সেনা কর্মীর বাড়ীতে চড়াও হয় স্বপন ও তার দলবল। অভিযোগ, বাড়িতে ঢুকে তন্ময় বাবুর এক ভাইকে ব্যাপক মারধর করে তারা।পরে তন্ময় বাবুকে মারতে গেলে সেলফ ডিফেন্স এর জন্য নিজের লাইসেন্স রিভালবার থেকে গুলি চালাতে বাধ্য হন তিনি। গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *