আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ জুলাই: সাত দিনের পুলিশ হেফাজত শেষে বুধবার আবার আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং’কে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করল পুলিশ।
প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে কামারহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কেদার সিং রোডে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে মারধরের অভিযোগ উঠেছিল জয়ন্ত ও তার সাগরেদের বিরুদ্ধে। এরপরই প্রকাশ্যে আসে একের পর এক ভাইরাল ভিডিও। তাতেও নাম জড়ায় জয়ন্ত ও তার সাগরেদদের। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করে। আরিয়াদহ কাণ্ডে বেলঘড়িয়া থানার পুলিশ তাকে ছয় দিনের পুলিশ হেফাজত শেষে গত ১৬ জুলাই ব্যারাকপুর আদালতে পেশ করে। সেখানেই দক্ষিণেশ্বর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে ৭ দিনের পুলিশ হেফাজতে নেয়। এদিন পুলিশি হেফাজতের মেয়াদ শেষে ফের কামারহাটির ত্রাসকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়।
ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারক জয়ন্ত সিং’কে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং তৎসহ সৈকত মান্না ও রাহুল গুপ্তাকেও তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।