সায়ন ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ২ ডিসেম্বর:
ভারত বাংলাদেশ সীমান্তে উত্থান দিবস পালন করল বিএসএফ জওয়ানরা। উত্থান দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল সীমান্তরক্ষী বাহিনী। এই অনুষ্ঠানে জওয়ানদের পাশাপাশি অংশগ্রহণ করে স্থানীয় গ্রামবাসী সহ স্কুল পড়ুয়ারা। ৩০ নভেম্বর থেকে এই অনুষ্ঠানের সূচনা হয়। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
উত্তর ২৪ পরগণার আংরাইল বিওপি ৬৪ নং বাহিনীর জওয়ানরা দৌড়, বসে আঁকো প্রতিযোগিতা সহ পড়ুয়াদের হাতে তুলে দেয় বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম। বিএসএফের আধিকারিকরা জানিয়েছে, এই অনুষ্ঠানের মধ্যে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা ও পুরুষদের শরীরচর্চায়, কারণ আগামী দিনে এই সকল যুবক ও মহিলারা বিএসএফে যোগ দিতে পাড়বে। এছাড়া অঙ্কন প্রতিযোগিতা, ব্যান্ড এবং অর্কেস্ট্রারও আয়োজন করা হয়। এখানেই শেষ নয়। এই অনুষ্ঠানকে সামনে রেখে জেলার বিভিন্ন বিদ্যালয়ে বিএসএফের অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এলাকার সমাজসেবী রাজা কপাট বলেন, আংরাইল, ঝাওডাঙ্গা সহ বিভিন্ন সীমান্তে বিভিন্ন জায়গার বিএসএফ ক্যাম্পগুলির উদ্যোগে প্রতি বছর বৃক্ষরোপণ, রক্তদান শিবির, মেডিক্যাল ক্যাম্প, সাফাই অভিযানের কাজ করা হয়।