আমাদের ভারত, পূর্ব মেদনীপুর, ২২ মার্চ: প্রধানমন্ত্রীর ডাকা জনতার কারফিউ তে সাড়া মিলেছে পূর্ব মেদিনীপুরে। দীঘা থেকে তমলুক বা হলদিয়া ও কাঁথি সর্বত্রই প্রায় একই চিত্র। জেলায় কোনও বেসরকারি বাস চলেনি। দু’একটি সরকারি বাস ছাড়া অন্যান্য গাড়িও খুব একটা চলাচল করেনি। খোলেনি অধিকাংশ দোকান বাজার।
জেলাসদর তমলুকে হলদিয়া–মেচেদা বাস চলেনি। শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল মোড় প্রায় জনমানব শূন্য। শহরের রাস্তাতেও মানুষজন খুব একটা বের হয়নি। শহরের বড় বাজারের সবজির দোকান, মাছ ও মাংসের সব দোকান প্রায় বন্ধ। দু’একটিমাত্র খোলা আছে। শহর জুড়ে থাকা অন্যান্য দোকানগুলি সমস্তই প্রায় বন্ধ। দেখা নেই কোনও টোটো বা রিক্সার।
হলদিয়া শিল্পাঞ্চলের বন্দর সহ প্রায় সমস্ত শিল্প সংস্থাগুলি বন্ধ। খুব প্রয়োজন ছাড়া শিল্প সংস্থাগুলিতে একদম কাজ হচ্ছে না। কেবলমাত্র ইন্ডিয়ান অয়েল সহ যে শিল্পসংস্থাগুলি বন্ধ রাখা যাবে না সেইগুলোতে আংশিক কাজ হচ্ছে।
হলদিয়া শিল্পাঞ্চলের টাউনশিপের ব্যস্ততম বাজার মাখনবাবুর বাজার একদমই ফাঁকা। দু-একটি টোটো ছাড়া কোনও গাড়ি প্রায় চলাচল করছে না। দোকান বাজার খোলেনি। দুএকটি সরকারি বাস ছাড়া অন্য বেসরকারি বাস চলেনি হলদিয়া শিল্পাঞ্চলে।
পাঁশকুড়া, মেছেদা, তমলুক, হলদিয়া এবং দিঘার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ট্রেন চলাচল না করায় মানুষজন নেই। মেল এক্সপ্রেস পুরো বন্ধ। দুএকটি লোকাল চলাচল করেছে।
পর্যটন কেন্দ্র দিঘা, মান্দারমণি, তাজপুর ও শংকরপুরে কোনও পর্যটক নেই, হোটেলগুলি ফাঁকা। সমুদ্র সৈকত পর্যটকের অভাবে ফাঁকা। সবমিলিয়ে জেলায় জনতার কারফিউয়ে ভালোই সাড়া মিলেছে জনতার।