আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিজেপির আন্দোলন চলছে। শনিবার সন্ধেয় জলপাইগুড়ি বিজেপি মহিলা মোর্চার ডাকে কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি হলো। শহরের ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। এরপর সেই মিছিল থানার সামনে এসে পৌঁছায়। যদিও পুলিশ আন্দোলনরত বিজেপি নেতা- নেত্রীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। থানার মূল গেট আটকে সেখানে বিজেপি নেতা নেত্রীরা বিক্ষোভ দেখায়।
বিজেপির অভিযোগ, সন্দেশখালি এলাকায় বিজেপি নেতাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। উল্টে সেখানকার মহিলাদের উপর নির্যাতন করছে তৃণমূল নেতারা। পুলিশ নিরব ভূমিকা পালন করছে। মূল অভিযুক্ত শাহাজাহানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তৃণমূলের দলদাসের কাজ করছে রাজ্যের পুলিশ এই অভিযোগ তুলে পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুললেন বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা।
উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী অঙ্কিতা ছেত্রী, বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ, বিজেপি যুব মোর্চার টাউন ১ নং ব্লক সভাপতি মনোজ শাহ সহ অনেকে।
বিজেপি মণ্ডল ২ এর সভানেত্রী পল্লবী বসু বলেন, “নারীদের উপর নির্যাতন চলছে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।”

