আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ জুন: পুরোনো লাইব্রেরিকে নতুন করে সাজিয়ে তোলা হলো জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ে। মঙ্গলবার স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক প্রদীপ কুমার বর্মা ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে লাইব্রেরি উদ্যোধন করলেন। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু সহ বিদ্যালয়ের অনান্য শিক্ষক- শিক্ষিকারা।
দীর্ঘদিন থেকে রক্ষণাবেক্ষণের অভাবে স্কুলের লাইব্রেরির বেহাল দশা ছিল। পর্যাপ্ত বই ছিল না এতদিন লাইব্রেরিতে। স্কুলের ফান্ড থেকে নতুন করে লাইব্রেরি সাজিয়ে তোলা হয়েছে। একাধিক পুরনো বই, এছাড়া পুরোনো তথ্য এই লাইব্রেরিতে পাওয়া যাবে বলে জানাল স্কুল কর্তৃপক্ষ। বর্তমান সময়ে লাইব্রেরিতে এসে বই পড়তে পড়ুয়াদের খুব একটা দেখা যায় না। এই কারণে নতুন করে পড়ুয়াদের বই পড়ার আগ্রহ বাড়াতে এই উদ্যোগ বলে দাবি।
জলপাইগুড়ির বিধায়ক তথা স্কুলের পরিচালন কমিটির সভাপতি প্রদীপ কুমার বর্মা বলেন, “স্কুলের পুরনো লাইব্রেরিকে সাজিয়ে তোলা হলো নতুন করে। মোবাইলের প্রতি পড়ুয়াদের আগ্রহ একসময় অনেকটা বেড়েছিল। এখন ধীরে ধীরে পড়ুয়াদের স্কুলে এসে বই পড়ার আগ্রহ বাড়ছে। লাইব্রেরিকে আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”