আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ মার্চ: সমবায় নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল সমর্থিত প্রার্থীদের বিপুল জয়। নির্বাচনের ফলাফল ঘোষণা পরেই বৃহস্পতিবার বোর্ড গঠন ও জয়ীদের সংবর্ধনা দেওয়া হল। এরপর সবুজ আবির উড়িয়ে উল্লাসে মাতলো জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের জয়ী প্রার্থী ও সমর্থকরা। পুনরায় ব্যাঙ্কের চেয়ারম্যান হলেন সৌরভ চক্রবর্তী। কর্মীদের পক্ষে জানানো হয়, ৯ টি সেক্টরে গত জানুয়ারি মাস থেকেই ভোটের প্রস্তুতি শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।
নির্বাচনের ফল ঘোষণার পরেই এ দিন ১০২ বছরের পুরনো জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কে বিশেষ অনুষ্ঠান হল। অনুষ্ঠানের মাধ্যে দিয়ে বোর্ডের সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। শুধু তাই নয়, বোর্ডের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সৌরভ চক্রবর্তী। তিনি বর্তমানে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের চেয়ারম্যানের পদেও রয়েছেন। জানাগেছে, জলপাইগুড়ি ছাড়াও শিলিগুড়ি মহকুমা, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই চার জেলায় কৃষি উন্নয়ন সমিতি, লেবার কো অপারেটিভ, ইঞ্জিনিয়ার কো অপারেটি সহ মোট ৯টি সেক্টরে ৪৫০টি সোসাইটিতে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে প্রায় আড়াই লক্ষ ভোটার ভোট দিয়েছিলেন।
এ দিন সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের নবগঠিত বোর্ডের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “বহু জায়গায় লড়াই হয়েছে। কিছু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছে। নির্বাচনে বিরোধী বাম কংগ্রেস, বিজেপি বিভিন্ন ভাবে তৃণমূল প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করেছিল। তবে এই লড়াই একটা সম্মানের লড়াই ছিল। পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়বে।”