পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ৯ মার্চ: ১০ মার্চ ধর্মঘট সফল করার বার্তা নিয়ে সরকারি দপ্তর ও মেদিনীপুরের প্রচার মিছিল ও পথসভা।
বকেয়া মহার্ঘভাতা সহ সরকারি কর্মচারি ও শিক্ষকদের স্থায়ীকরণ, স্বচ্ছভাবে রাজ্যের বিভিন্ন বিভাগে ৯ লক্ষের বেশি শূন্যপদে নিয়োগ, রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার, বিভাজনের রাজনীতিকে দুই শাসক দল ও সরকারি মদত থেকে দূরে সরিয়ে রাখার দাবি সহ অনৈতিকভাবে অজুহাত খাঁড়া করে রাজ্যে ৮২০৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করার চক্রান্ত থেকে বিরত থাকার দাবিতে এই ধর্মঘট সফল করতে সামিল হয়েছেন এরাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক- শিক্ষিকা, শিক্ষা কর্মীরা ও পঞ্চায়েতের কর্মীরা।
জেলা শহর মেদিনীপুর, মহকুমা শহর খড়্গপুর, ঘাটাল এবং ঝাড়গ্রাম জেলা শহর সহ দুই জেলার ২৯টি ব্লক প্রশাসন দপ্তরে ধর্মঘটের বার্তা নিয়ে টিফিন টাইমে পিকেটিং, প্রচার সভা এবং বিকাল থেকে শহর গুলিতে মিছিল সহ পথসভা হয়। যৌথ মঞ্চের পক্ষে ১২ই জুলাই কমিটির জেলা যুগ্ম সম্পাদক গঙ্গাধর বর্মন বলেন, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩৭টি এবং ঝাড়গ্রাম জেলায় ১১টি স্থানে প্রচার মিছিল ও পথসভা হয়।
মেদিনীপুর শহরে সরকারি কর্মচারী, শিক্ষক- শিক্ষিকা, শিক্ষা কর্মীদের এক সাড়া জাগানো প্রচার মিছিল হয়।
১০ মার্চ অফিস, আদালত, শিক্ষালয় ক্যাম্পাসে ধর্মঘটকারীরা কেউ না গিয়ে ধর্মঘট সফল করার দাবি নিয়ে মিছিল ও পিকেটিং কর্মসূচিতে সামিল থাকার আহ্বান জানান।