আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ ফেব্রুয়ারি: শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর ঘটনার পরেই দুর্ঘটনা এড়াতে নড়েচড়ে বসল জলপাইগুড়ি জেলা পুলিশ। সোমবার সন্ধেয় সদর ট্র্যাফিক পুলিশ অফিসে জেলা হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালক ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হল। বৈঠকে চালকদের সচেতন করার পাশাপাশি একাধিক নিয়ম মেনে গাড়ি চালানোর নির্দেশ দিল পুলিশ।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি (ট্র্যাফিক) অরিন্দম পাল চৌধুরী, সদর ট্র্যাফিক ওসি বাপ্পা সাহা, অন্যদিকে কোতোয়ালি থানায় তরফে পুলিশ অফিসার ছিলেন শিবু কর। অভিযোগ, একাংশ অ্যাম্বুল্যান্স চালক দ্রুত গতিতে রোগী নিয়ে ছুটে যাচ্ছেন। এই ধরণের অ্যাম্বুল্যান্স চালকদের সর্তক করা হল ট্র্যাফিক পুলিশের তরফে। এছাড়া চালকদের সিট বেল্ট লাগানো, ব্যস্ততম মোড়ে সাবধানে রাস্তা পার হওয়ার পরামর্শ দেওয়া হল।

জলপাইগুড়ি অ্যাম্বুল্যান্স চালক ইউনিয়নের সম্পাদক দিলীপ দাস বলেন, “ফুলবাড়িতে দুর্ঘটনা হয়েছে। এই কারণে ট্র্যাফিক পুলিশের তরফে সচেতন করা হল।”
ডিএসপি (ট্র্যাফিক) অরিন্দম পাল চৌধুরী বলেন, “অ্যাম্বুল্যান্স চালকদের সচেতন করা হল। কারণ অ্যাম্বুল্যান্স চালকের পাশাপাশি রোগীর আত্মীয়, চালক ও পথচারীরা থাকেন। সাবধানে গাড়ি চালাতে হবে এই বিষয়ে সচেতন করা হবে।”

