BJP, Jalpaiguri, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়, গেরুয়া আবিরে হোলিতে মাতলেন দলীয় কর্মীরা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ জুন: রাজ্যে ভরাডুবি বিজেপির। গত লোকসভা থেকে আসন কমলো অনেকটাই। এদিকে তৃণমূলের জয়জয় কার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ৮৭ হাজার ৭৩০ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে থাকা দ্বিতীয় ক্যাম্পাসের গণনা কেন্দ্রের বাইরে বিজেপি শিবিরে বিজেপি কর্মীদের উল্লাস। গেরুয়া আবির দিয়ে অকাল হোলিতে মাতলেন বিজেপি নেতা কর্মীরা। এদিন সকালে বিজেপি শিবিরে কর্মীদের ভিড় ছিল কম। বেলা বাড়তেই বিজেপি শিবিরে কর্মীদের ভিড় বাড়তে থাকে।

অন্যদিকে তৃণমূল শিবিরে জেলার নেতা কর্মীদের ভিড় ছিল যথেষ্ট। ভোট গণনার রাউন্ডের ফল আসতেই তৃণমূল পিছিয়ে যায় প্রতি রাউন্ডে। যদিও তৃণমূলের শিবিরে বেলা বাড়লেও নেতা কর্মীদের ভিড় কমতে দেখা যায়নি। জলপাইগুড়িতে দ্বিতীয় বারের জন্য জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় বলেন, “জয়ের ব্যবধান গত লোকসভা থেকে কমেছে, কারণ প্রচারের কম সময় পেয়েছিলাম। অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করবো আগামীতে। কিন্তু শাসক দল কাজ করতে গেলে বাধা দিয়ে থাকে। তারপরেও জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নেব।”

জেলায় তৃণমূল একাধিক জায়গায় পিছিয়ে রয়েছে। বিশাল ব্যবধানে পিছিয়ে রয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে। এছাড়া সদর বিধানসভা ও জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে এক, দুটি ওয়ার্ড ছাড়া প্রায় সব ওয়ার্ডে ভরাডুবি তৃণমূলের। কেন এরকম ফল হল শাসক দলের সেই বিষয়ে পর্যালোচনা করবেন বলে জানালেন জেলা সভানেত্রী মহুয়া গোপ।

সিপিএম রাজ্যে খাতা খুলতে পারেনি। কেন এরকম ফলাফল? হতাশ জলপাইগুড়ির সিপিএম নেতৃত্ব। মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আগামীতে দলকে শক্তিশালী করার পথে হাঁটবে সিপিএম জানালেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *