Jalpaiguri, Carnival, জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে হলো দুর্গা পুজো কার্নিভাল

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ অক্টোবর: জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুর্গা পুজোকে কেন্দ্র করে হলো কার্নিভাল। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের ক্লাব রোডকে যেমন সাজানো হয়, তেমনি তৈরি করা হয় সুসজ্জিত মঞ্চ। সেই সঙ্গে করলা নদীতে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে গ্রহণ করা হয় বাড়তি সতর্কতা।

সোমবার বিকেলে জলপাইগুড়ি শহরের পি ডাব্লু ডি মোড় থেকে বড় পোস্ট অফিস হয়ে কার্নিভালের শোভাযাত্রা এগিয়ে যেতে দেখা যায় ক্লাব রোড হয়ে করলা নদীর কিংসাহেব ঘাটে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্লাব রোডের এক বেসরকারি ব্যাঙ্কের সামনে মঞ্চ করা হয়েছিল। সেই মঞ্চের সামনে কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটি প্রতিমা প্রদর্শনী ও উৎসবের আমেজে নাচ, গান পরিবেশন করেন। আট থেকে আশি সকলে সামিল হয়েছিল কার্নিভালে। কার্নিভাল দেখতে রাস্তার দু’পাশে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। কোথায় বাঁশ, আবার কোথাও দঁড়ি দিয়ে আটকে দেওয়া হয় মানুষের ভিড়। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল নিরাপত্তায়, এছাড়াও ছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।

জেলা প্রশাসনের সব স্তরের আধিকারিকরা মঞ্চে ছিলেন।জেলাশাসক সামা পারাভিন, পুলিশ সুপার উমেশ খন্ডবহালে, মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল, উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় সহ অনেকে।

সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও এই পুজো কার্নিভালের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন পুজো ক্লাবগুলি এই কার্নিভালে অংশ নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *