মাস্ক পরার বার্তা দিতে পথে নামল জলপাইগুড়ি জেলা প্রশাসন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ জুলাই: মাস্ক পরতে হবে সকলকে এই বার্তা নিয়ে অভিযানে নামল জলপাইগুড়ি জেলা প্রশাসন। বার বার সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে করোনা সম্পর্কে। এরপরেও জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের একাংশের মধ্যে মাস্ক পরা নিয়ে অহীনা লক্ষ্য করা যাচ্ছে।

আবার বাড়ছে করোনার প্রকোপ, অথচ বাজারে ও রাস্তায় মাস্ক ছাড়া চলাফেরা করছেন সকলে। প্রতিদিন সংক্রমণ বাড়ছে শহরে। অবশেষে জেলা প্রশাসন মাস্ক ব্যবহার ও সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার বার্তা দিতে রাস্তায় নামল। শুক্রবার শহরের জনবহুল এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে চলল অভিযান। মাস্ক ছাড়া বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি সর্তক করা হল এ দিন। সঙ্গে মাস্ক তুলে দেওয়া হয় পথচলতি মানুষের হাতে।

উল্লেখ্য, চলতি মাসে শহরে করোনা আক্রান্তের সংখ্যা আড়াইশো ছুঁই ছুঁই। জলপাইগুড়ি জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট বনমালী রায় বলেন, “মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলত হবে৷ এই নিয়ে শহরের রাস্তায় মোড়ে মোড়ে প্রচার চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *