একাধিক দাবিতে জলাইগুড়ি পুরসভা অভিযান বিজেপি যুব মোর্চার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ নভেম্বর: পুর নাগরিক পরিষেবা তলানিতে পৌঁছে গিয়েছে জলপাইগুড়ি শহরে, অভিযোগ বিজেপি। সঙ্গে একাধিক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এর প্রতিবাদে পুরসভা অভিযানে নামল বিজেপি যুব মোর্চা। বুধবার শহরে মিছিল করে পুরসভার সামনে হাজির হলেন বিজেপি নেতা কর্মীরা। পুলিশ বাহিনী আন্দোলনকারী বিজেপি নেতা কর্মীদের পুরসভার গেটে আটকে দিলেন। সেখানে বিক্ষোভ দেখিয়ে ছয় দফা দাবি চেয়ারম্যান পাপিয়া পালের হাতে তুলে দিলেন বিজেপি যুব মোর্চা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো ও স্বরূপ মণ্ডল।

বিজেপির অভিযোগ, বাড়ির নকশা বানানোর নাম করে লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠছে। অভিযুক্তদের বরখাস্ত করতে হবে। এছাড়াও ডেঙ্গি সংক্রমণ কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ শহরের সব কটি নিকাশি নালা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হাউজ ফর অল প্রকল্পের স্বজন পোষণ বন্ধ করে দুর্নীতিতে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারকে বিনে পয়সার জল দিতে হবে। অবৈধভাবে শপিং মল ও বহুতল নির্মাণ বন্ধ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, “নাগরিক পরিষেবা নেই। এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন।”

পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, “বিজেপি যুব মোর্চা এসেছিল। কিছু দাবিপত্র তুলে ধরেন৷ বিষয় গুলো দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *