পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগ মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা স্তরীয় জয় জোহার মেলা ২০২৪ অনুষ্ঠিত হলো কেশিয়াড়িতে। রবিবার কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে এই মেলার আয়োজন হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার সূচনা করেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুর এসডিও পাতিল যোগেশ, বিধায়ক পরেশ মুর্মু, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শিট সহ আন্যান্যরা।
সিধু, কানু, বিরসা, মুন্ডা সহ সকল বীর শহিদদের মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্ট অতিথিরা। আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে একত্রিত করতে আদিবাসী সংস্কৃতির মানোন্নয়ন সহ তার ঐতিহ্যকে তুলে ধরতে এই মেলার আয়োজন বলে জানানো হয়েছে। এদিন ছাত্র ছাত্রীদের সবুজ সাথীর সাইকেল ও জাতিগত শংসাপত্র দেওয়া হয়। নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনদিন ধরে চলবে এই মেলা।