আমাদের ভারত, ৩০ জানুয়ারি: রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও প্রাথমিক স্কুল সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তৃণমূল সরকার। আর এর জন্য সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ছেলে মেয়েরা যদি পড়া না পারে তার জন্য দায়ী সেই শিশুটি নয়, তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারে শিক্ষানীতিকে আক্রমণ করতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিশানায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারের বক্তব্য, আপনার সন্তান যদি পড়াশোনা না করতে পারে তার জন্য আপনার সন্তানের দোষ নয়, দোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে এক সভায় রাজ্যে শিক্ষানীতি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আপনার বাচ্চা স্কুল থেকে ফিরে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে না, আর আপনি বাচ্চাকে চড়- থাপ্পর মারছেন। থাপ্পড় যদি মারতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন। উনি বাংলার পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই নষ্ট করে দিয়েছেন। আপনার বাচ্চাকে থাপ্পড় মারার দরকার, নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় মারুন।
তাঁর দাবি, প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন, বর্তমান শিক্ষামন্ত্রীও জেলে যাবেন। রাজ্য সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে। টাকা দিয়ে চাকরি পাওয়া শিক্ষকরা স্কুলে পড়াচ্ছেন। পড়ুয়ারা কিছু শিখতে পারছেন না বলে অভিযোগ রাজ্য বিজেপির সভাপতির।
সুকান্ত মজুমদারের মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মিটিং মিছিল করতে শুরু করেছে। তাদের অভিযোগ, সুকান্ত মজুমদার হিংসায় উস্কানি দিচ্ছেন।