আমাদের ভারত, ৫ এপ্রিল: ২০২৩ সালের আগস্ট মাসে সংসদে পাস হয়েছে জন্ম মৃত্যু নথিভুক্তকরণের সংশোধনী আইন। এই আইনে এবার জন্মের নথিভূক্তকরণ প্রক্রিয়ায় বাধ্যতামূলক হতে চলেছে পিতা মাতার ধর্মের নথিভুক্তি। এতদিন শুধুমাত্র পরিবারের ধর্ম উল্লেখ করতে হতো। এবার থেকে মা ও বাবার ধর্ম আলাদা আলাদা ভাবে উল্লেখ করতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শিশুদের জন্মের নথিভুক্তিকরণের ক্ষেত্রে নতুন নিয়ম আনছে। এবার থেকে ধর্মের উল্লেখও করতে হবে জন্ম নথিভুক্তিকরণের ক্ষেত্রে। এই তথ্যের ভিত্তিতেই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, ভোটার তালিকা, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের তথ্য আপডেট করা হবে বলে ভাবনা চিন্তা করছে সরকার।
২০২৩ সালের আগস্ট মাসে সংসদে পাশ হয় জন্ম মৃত্যুর নথিভুক্তকরণ আইন। এ আইন অনুযায়ী জন্ম মৃত্যু তথ্য ভান্ডার হিসেবে কেন্দ্রীয় সরকারের কাছে রাখা হবে। নতুন আইন অনুযায়ী জন্ম মৃত্যুর তথ্য কেন্দ্রীয় সরকারের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম পোর্টালে ডিজিটাল পদ্ধতিতে রেজিস্টার করাতে হবে। এই পোর্টাল থেকে পাওয়া ডিজিটাল বার্থ সার্টিফিকেট ব্যবহার করেই স্কুলে ভর্তি থেকে শুরু করে যাবতীয় সরকারি পরিষেবা পাওয়া যাবে।
এ বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া সব রাজ্য সরকারগুলিকে এ বিষয়ে অবহিত করবেন। রাজ্য সরকারগুলি নতুন নিয়ম সরকারিভাবে গ্রহণ করার পর এটা বাস্তবায়ন হবে।