আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলায় আইসোলেশন বিল্ডিং করার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শাসক ও জেলা পুলিশ সুপার জেলার আয়ুশ হাসপাতাল পরিদর্শন করেন। আজ শুক্রবার থেকে আইসোলেশন সেন্টার করার সেই উদ্যোগ শুরু হয়েছেl
পুলিশ সুপার দীনেশ কুমার জানান , করোনা সংক্রমণ সন্দেহে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর যাদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে তাঁদের এখানে রাখা হবে। আইসোলেশন বিল্ডিংয়ে বেশ কয়েকটি ওয়ার্ড থাকবে।
জেলার ২১টি ব্লকেই এরকম আইসোলেশন ওয়ার্ড ও কোয়ারেন্টাইন ব্যবস্থা থাকবে বলে জেলাশাসক রেশমি কমল জানিয়েছেনl