আমাদের ভারত, ৯ নভেম্বর: অত্যাচারিত হিন্দুদের স্বার্থে ‘ইসকন’ দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে বলে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “এ সি শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যে আন্দোলন শুরু করেছিলেন, তার মাধ্যমেই ‘ইসকন’ নামে মহান প্রতিষ্ঠানের সূত্রপাত। এতদিন তাঁরা কৃষ্ণকে প্রেমের মূর্ত রূপ দেখিয়েছিলেন।
বাংলাদেশের সনাতনীদের এখন মরুভূমির অনুসারীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তাঁরা নতুন ভূমিকা নিচ্ছেন। তাঁরা কৃষ্ণকে প্রধান রাজনীতিবিদ এবং যোদ্ধা হিসাবে দেখাচ্ছেন। জয় শ্রী কৃষ্ণ!”
প্রসঙ্গত, চট্টগ্রাম-সহ কয়েকটি এলাকায় হিন্দু সংগঠন ইসকন বিরোধী বক্তৃতা বিবৃতি আসার পর ইসকনের পক্ষ থেকে এর তীব্র সমালোচনা করা হয়। সম্প্রতি একটি পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এক অনুষ্ঠানে ‘ইসকনকে সাম্প্রদায়িক ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর’ সংগঠন হিসেবে মন্তব্য করেন। তাদের নিয়ে ‘অসত্য’ বক্তব্য দেওয়ার অভিযোগ ও রহমানের তীব্র সমালোচনা করে ‘ইসকন’ এক বিবৃতিতে বলে এটি একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন।