আমাদের ভারত, হুগলী, ২২ ডিসেম্বর: চন্দননগরের বাসিন্দা ঈশান পোরেল এবার আইপিএল ২০২০ তে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবে এটা জানতে পেরে আনন্দে ভাসছিল চন্দননগরের মানুষ।আজ রবিবার ঘরের ছেলে ঈশান পোরেলকে চন্দননগর কুটির মাঠে কেক কেটে উৎসব করে সংবর্ধনা দিল চন্দননগরের মানুষ ও প্রদীপ মন্ডল ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা। ঈশান পোরেলের কোচ প্রদীপ মন্ডল বলেন, ঈশানের জন্য গর্বিত পুরো চন্দননগর।