একুশের নির্বাচনে ‘কিং মেকার’ হতে চান আইএসএফ প্রতিষ্ঠাতা পীরজাদা আলি আব্বাস সিদ্দিকী

রাজেন রায়, কলকাতা, ২১ জানুয়ারি: পূর্বঘোষণা মত বৃহস্পতিবার দুপুরে নিজস্ব দল ‘ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ ঘোষণা করলেন পীরজাদা আলী আব্বাস সিদ্দিকী। তার ভাই নৌশাদ সিদ্দিকি হয়েছেন নতুন দলের চেয়ারম্যান। তবে শুধু নতুন দল ঘোষণা করেই ক্ষান্ত থাকলেন না তিনি। ভাইজান স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ‘কিং মেকার’ হতে চান।২০২১ নির্বাচনের ব্যাটন হাতে নিতে চান তিনি।

বেশ কিছু দিন ধরেই নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা বলে আসছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। সভা-সমাবেশে রাজনৈতিক দল করবেন বলে তিনি অনুগামীদের মতামতও নিয়েছেন। ইতিমধ্যে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তবে তিনি যে নতুন দল করেই নির্বাচনে লড়তে চান তা তিনি ওয়েইসিকে জানিয়ে দেন। দলের ধর্মনিরপেক্ষ মনোভাব নিয়েই মানুষের কাছে যাবেন তিনি। মুসলিম, দলিত, মতুয়া, পিছিয়ে পড়াদের নিয়ে লড়তে চান আব্বাস। ২৬ জানুয়ারি এই ফ্রন্ট রাজনৈতিক কর্মসূচি শুরু করবে।

২০২১ বিধানসভা নির্বাচনে ৬০-৮০ আসনে লড়তে চায় ফ্রন্ট। তবে পরিস্থিতি অনুযায়ী ২৯৪ আসনে প্রার্থী দিতেও পিছপা হবে না। আব্বাস বলেন, “সামনেই ব্রিগেডে সমাবেশ হবে। সেখানেই জেলার প্রতিনিধিদের দায়িত্ব ভার তুলে দেওয়া হবে।” নৌশাদ বলেন, “সংবিধানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিতে কলকাতার রাস্তায় নামবে ফ্রন্ট। তাছাড়া কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে সভা করা হবে। আমরা যার পাল্লায় উঠব, সেই দলই বিধানসভা নির্বাচনে জয়ী হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *