Suvendu, Mamata, “তিনি কি মুসলিম সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন”, মমতাকে নিয়ে প্রশ্ন শুভেন্দুর

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২৩ জানুয়ারি:
“তিনি নিজেকে কে মনে করেন?” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে ১ মিনিট ৪৫ সেকেণ্ডের দুটি ভিডিও যুক্ত করে লিখেছেন, “এই দুটি বিবৃতি, উভয়ই গতকাল ২২ জানুয়ারি করা হয়েছে; ভগবান রাম লাল্লার পবিত্র প্রাণ প্রতিস্থা অনুষ্ঠানের শুভ উপলক্ষে। প্রথমটি করেছেন সর্বভারতীয় ইমাম সংস্থার প্রধান ডঃ ইমাম উমর আহমেদ ইলিয়াসী। তিনি ‘অখন্ড ভারত’ এবং ‘ভারত কো মজবুত করনা হ্যায়’ সম্পর্কে কথা বলেন। দ্বিতীয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আল্লাহর নামে শপথ করছেন, বিজেপিকে সাহায্য করলে তিনি (মুসলিমদের) ক্ষমা করবেন না।

আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিতে চাই যে এটি ভারত, একটি গণতান্ত্রিক দেশ, খেলাফত নয়। তিনি নিজেকে কে মনে করেন? তিনি কে কাউকে ক্ষমা করার? তিনি কি মুসলিম সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *