আমাদের ভারত,২ ফেব্রুয়ারি:”মহারাজ” সৌরভ গাঙ্গুলীকে নিয়ে আরো একবার গর্ব করার সুযোগ পেল বাঙালি। চলতি বছরে টোকিও অলিম্পিকে টিম ইন্ডিয়ার গুডউইল অ্যাম্বাসেডর হওয়ার জন্য সৌরভ গাঙ্গুলীকে অনুরোধ জানালো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এই সম্মান দেওয়ার প্রস্তাব জানিয়ে চিঠি দিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতিকে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে “টোকিও অলিম্পিক ২০২০-তে ১৪ থেকে ১৬ টি খেলায় আমাদের ১০০ থেকে ২০০ অ্যাথলিট অংশগ্রহণ করবে বলে আশা করছি। সিনিয়ররা ছাড়াও বহু তরুণ অ্যাথলেট এই অলিম্পিকের অভিষেক হবে।” সৌরভ কে উদ্দেশ্য করে চিঠিতে উল্লেখ করা হয়েছে” কোটি কোটি মানুষের বিশেষত যুবকদের কাছে আপনি অনুপ্রেরণা। প্রশাসক হিসেবে আপনি সবসময় তরুণ প্রতিভাদের তুলে ধরেছেন। তাই টোকিও ২০২০ অলিম্পিকে টিম ইন্ডিয়া আপনার সঙ্গ পেলে তরুণ অ্যাথলিটরা আরো চাঙ্গা হবে বলে আশা করি। একই সঙ্গে দেশের অলিম্পিকের জন্য এটা যথেষ্ট বড় ব্যাপার হবে। ২০২০- অলিম্পিকে টিম ইন্ডিয়াকে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেই আশা করছি।”
এর আগে ২০১৬ রিও গেমসে দেশের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে উঠে এসেছিল ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকার, বেইজিং অলিম্পিকের স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দ্রা,অভিনেতা সালমান খান এবং সুরকার এ আর রহমানের নাম।চলতি বছর ২৪শে জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক চলবে ৯ আগস্ট পর্যন্ত।