পুরুলিয়া জেলার রক্ত সঙ্কট মেটাতে আইএনটিটিইউসির রক্তদান শিবির

সাথী দাস, পুরুলিয়া, ১৯ মার্চ: পুরুলিয়া ব্লাড ব্যাঙ্কে যোগান ও চাহিদার ভারসাম্য ঠিক রাখতে এগিয়ে এল আইএনটিটিইউসি। আজ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হল এই রক্তদান শিবির।

আইএনটিটিইউসি অনুমোদিত “অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার এন্ড অ্যাটেনডেন্স ওয়াকার্স ইউনিয়নের পুরুলিয়া জেলা কমিটির আয়োজনে এই রক্তদান শিবির হল। উৎসাহের সঙ্গে অংশ নেন যুব সমাজ। তার আগে শিবিরের প্রবেশ দ্বার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, জেলা আইএনটিটিইউসির সভাপতি উজ্বল কুমার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

পুরুলিয়া জেলায় প্রতিদিন রক্তের প্রয়োজন হয় বিভিন্ন রোগীর চিকিৎসার প্রয়োজনে। জরুরি থ্যালাসেমিয়া রোগীর জন্য। রক্তের চাহিদা পূরণ করার জন্য এই রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিনের শিবিরে ৫০ জন রক্ত দান করেন।

এদিন অনুষ্ঠানটি এবং রক্তদান শিবিরটি পরিচালনা করেন আইএনটিটিইউসির পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার। তিনি বলেন, “পুরুলিয়া ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট চলছে। আমাদের এই প্রচেষ্টা তাতে কিছুটা হলেও সাহায্য করবে। ভবিষ্যতেও এই ধরনের জনসেবার কাজ আইএনটিটিইউসি নিষ্ঠার সাথে করে যাবে।”

এই রক্তদান শিবিরে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স ইমারজেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার এন্ড অ্যাটেনডেন্স ওয়াকার্স ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি অসীম ধর, রাজ্য সাধারণ সম্পাদক সুরজিৎ সুর, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি, পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী সুমিতা সিংহ মল্ল সহ বিভিন্ন নেতাকর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *