Literacy Day, Midnipur, মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস মহাসমারোহে পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে। জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের উদ্যোগে বিদ্যাসাগর বালিকা ভবনে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয় ও আবাসিক হোমের ছাত্র-ছাত্রীদের পোস্টার অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শ্রী কেম্পা হোন্নাইয়া, জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য শ্যামপদ পাত্র, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তপু বসু প্রমুখ। এছাড়াও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভারও আয়োজন করা হয়। শিক্ষার প্রসার ও সাক্ষরতা বিষয়ক আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তপু বসু প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, সাথী, বারাগড় শশাঙ্ক শেখর বোধ নিকেতন, নিম্বার্ক মঠ প্রতিবন্ধী শিক্ষা নিকেতন, কেশপুর প্রগতিশীল ভগবতী শিক্ষা সদন ও বিদ্যাসাগর বালিকা ভবনের ছাত্র-ছাত্রীরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠনের পাশাপাশি সাক্ষরতা বিষয়ক একটি পথ নাটক উপস্থাপন করে কেশপুর প্রগতিশীল ভগবতী শিক্ষা সদনের আবাসিক ছাত্ররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *