ভারত–বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক বাইক পাচারকারী গ্রেপ্তার, উদ্ধার মোটরবাইক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ ডিসেম্বর: ভারত– বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক বাইক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার পাঁচটি বাইক। উত্তর ২৪ পরনার স্বরূপনগর থানার বারঘড়িয়া এলাকা থেকে আমীর আলী মন্ডল নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার সহ ভারত–বাংলাদেশ সীমান্তের বিভিন্ন থানা এলাকা থেকে বাইক চুরি হচ্ছিল। ধন্দে পড়েছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ। তাই দীর্ঘদিন ধরে বাইক চুরি হওয়ার কারণে বসিরহাট মহাকুমার বিভিন্ন থানাতে বাইক চুরির অভিযোগ জমা পড়েছিল। এই বাইকের কিনারা করতে হিমসিম খাচ্ছিল পুলিশ।

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আন্তর্জাতিক বাইক পাচারকারী। স্বরূপনগর থানার বারঘড়িয়া থেকে আমীর আলী মন্ডল নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ, উদ্ধার হয়েছে পাঁচটি মোটরবাইক। বসিরহাটের এসডিপি‌ও অভিজিৎ সিনহা মহাপাত্র বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক অনিল সাউ এর নেতৃত্বে আমীর আলীকে গ্রেফতার করা হয়। গত কয়েক মাসে চুরি যাওয়া পাঁচটি মোটরবাইক উদ্ধার করে বাদুড়িয়া থানার পুলিশ। আমীর আলিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য।

প্রাথমিক তদন্তে পুলিশ কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিভিন্ন এলাকা থেকে যে মোটরবাইক গুলি চুরি করে নিয়ে আসতো সেই মোটরবাইকের বিভিন্ন যন্ত্রাংশ চড়া দামে বিভিন্ন জায়গায় বিক্রি করত আমীর আলি। তার পাশাপাশি সীমান্ত পার করে বাংলাদেশ মোটরবাইক পাচার করার যোগসাজশ পেয়েছে তদন্তকারী আধিকারিকরা।
তাকে জেরা করে অন্য কোনও চক্র পায় কিনা পুলিশ তার তদন্ত শুরু করেছে। শুধুই মোটরবাইক পাচারের অভিযোগ না অন্য পাচার চক্রের সঙ্গে এই আমীর আলি যোগসাজশ আছে সেটাও খতিয়ে দেখছে বসিরহাট জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *