heat, Bankura, দাবদাহে নাকাল বাঁকুড়া

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ এপ্রিল: তাপপ্রবাহে জ্বলছে বাঁকুড়া।বিপর্যস্ত জনজীবন। বেলা দুটো বাজতেই তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছাকাছি। সঙ্গে বইছে লু। তাপমাত্রা যে অস্বাভাবিক ভাবে বাড়বে তা আগাম জানিয়েছিল আবহাওয়া দপ্তর। যা শুনে আঁতকে উঠেছিল
বাঁকুড়াবাসী।

অপরদিকে মানসিক প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছিল। আবহাওয়া দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের পরামর্শ মেনে বেলা বাড়ার আগেই কাজ সেরে বাড়ি ফেরার তাগাদা সকলের। স্বাস্থ্য দপ্তরের পরামর্শ দুপুর বেলা রোদে না বেড়িয়ে বাড়িতে কিংবা ঠান্ডা স্থানে থাকা। বেলা বাড়তেই হাট বাজার প্রায় জনশূন্য।দোকানীরা দোকানের সামনে ভেজা কাপড় টাঙ্গিয়ে, কেউবা সাটার আর্ধেক নামিয়ে তাপের হাত থেকে রক্ষা পেতে চেষ্টা করছেন।

গরমের তীব্রতা বাড়তেই ঠাণ্ডা পানীয়ের চাহিদা তুঙ্গে। বিকেল হলেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে আইসক্রিমের
দোকানগুলিতে। স্কুল কলেজ বন্ধ থাকলেও কোচিং সেন্টার ও প্রাইভেট টিউশনি বন্ধ নেই।রোদ উপেক্ষা করেই ব্যাগ কাঁধে পড়ুয়ারা চলেছে কোচিং সেন্টারে কিংবা টিউশানিতে।নাম জানাতে অনিচ্ছুক এই সব পড়ুয়ারাদের বক্তব্য, সময় অদল বদল করেও সমাধান না হওয়ায় রোদেই কষ্ট করে যেতে হচ্ছে। এছাড়া উপায় নেই, টিউশন বন্ধ হলে অনেক পিছিয়ে পড়তে হবে, সিলেবাস কমপ্লিট হবে না যে।

জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটে পর্যন্ত তাপমাত্রা ছিল ৪২.৪° ডিগ্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *