পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, জুলাই: ৪ জুলাই পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে কাঁসাই নদীবাঁধের ভেঙ্গে যাওয়া অংশের কাজ পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সঙ্গে ছিলেন পাঁশকুড়া বন্যা প্রতিরোধ ও খাল সংস্কার সংগ্রাম সমিতির সহ-সভাপতি সুনীল জানা।
নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করে বলেন, গত বন্যায় নদীবাঁধ ভেঙ্গে যাওয়ার বেশ কয়েক মাস পর মার্চ মাসে ওই বাঁধ নতুন করে নির্মাণের কাজ শুরু করেছে সেচ দপ্তর। শুরুর পর থেকেই খুবই ঢিমেতালে সংস্কারের কাজ চলছিল। তাছাড়াও ভালো করে পাইলিং দিয়ে কাজ হচ্ছিল না। সব মিলিয়ে কয়েকদিন আগের বৃষ্টিতে তৈরি করা নতুন বাঁধের একাংশে ধ্বস নামে। এরপর আমাদের কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হলে স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে জেলা শাসক ও সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
ফলস্বরূপ পাইলিং দিয়ে নদীবাঁধ বাঁধার কাজ শুরু হয়। ওই সময় জেলা শাসক ৩০ জুনের মধ্যে নদী বাঁধের কাজ শেষ হওয়ার কথা ঘোষণা করলেও এখনো কাজ পূর্ণাঙ্গরূপে শেষ, হয়নি। জরুরি ভিত্তিতে ওই কাজ শেষ করার দাবি জানান নারায়ণবাবু।