বালুরঘাটে পুরসভার পানীয় জলের টাইম কল খুললেই কিলবিল করে বেরিয়ে আসছে পোকা, আতঙ্ক শহরজুড়ে

আমাদের ভারত, বালুরঘাট, ২৫ নভেম্বর: পুরসভার টাইম কল খুললেই জলে কিলবিল করছে পোকা। আতঙ্ক বালুরঘাট শহরজুড়ে। পুরপ্রশাসনের ঘুমিয়ে থাকার অভিযোগ আনলেন বাসিন্দারা, উগড়ালেন ক্ষোভও। সোমবার শহরের ৭ নং ওয়ার্ডের দিশারীপাড়া এলাকায় বেশকিছু ট্যাপ কলের জল থেকে কিলবিল করে পোকা বের হতে দেখতেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষজন। ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়ে পুরসভার কর্তৃপক্ষ। পোকার ছবি দেখে কিছুটা আঁতকে ওঠেন পুরসভার এক্সিকিউটিভ অফিসারও। দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস দেন।

বালুরঘাট শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের একমাত্র মাধ্যমই পুরসভার টাইমকল। যেগুলি থেকে শহরের ২৫টি ওয়ার্ডেই প্রতিদিন নিয়ম করে জল সরবরাহ করে থাকে পুর কর্তৃপক্ষ। সকাল ৭টা, ১১টা এবং বিকেল ৪টে– তিন সময়েই নিয়মমাফিকভাবে প্রতিদিন জল ছাড়া হয় ট্যাপকলগুলিতে। আজ সকালে ৭ নং ওয়ার্ডের দিশারীপাড়া এলাকায় ট্যাপের জল নিতেই পাত্রে পোকা কিলবিল করতে দেখেন বেশকিছু বাসিন্দা। যে খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।

জানা যায়, শহরের উত্তমাশা এলাকা থেকে পাইপ লাইনের মাধ্যমে সরাসরি শহরের ১, ৬, ৭, ৮ ও ৯ নম্বরের মতো পাঁচটি ওয়ার্ডে জল সরবরাহ করা হয়। পাইপ লাইনের মধ্যদিয়ে আসা সেই জল থেকে পোকা বের হবার ঘটনাকে ঘিরেই শহরে প্রশ্নের মুখে পড়ে পুরপরিষেবা। পাইপগুলির দীর্ঘদিন ধরে কোনও সংস্কার না হওয়ায় এমন ঘটনা বলে দাবি বাসিন্দাদের।

এমন ঘটনায় পুরপ্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে এলাকার বাসিন্দা শিপ্রা রুদ্র, নারায়ণ রুদ্র ও অঞ্জলী সরকাররা জানিয়েছেন, তিন চারদিন ধরে এই ঘটনা লক্ষ্য করলেও আজকের ঘটনা সকলকেই আতঙ্কিত করেছে। দীর্ঘদিন পুরসভার পাইপ লাইনের সংস্কার না হওয়ায় এমন ঘটনা। বিষাক্ত এমন জিনিস মানুষের পেটে গেলে মারাত্মক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।

এলাকার স্থায়ী বাসিন্দা তথা বিজেপি নেতা মিঠু মহন্ত জানিয়েছেন, প্রশাসন পরিচালিত এই পুরসভার উন্নয়ন থমকে রয়েছে। পাইপ পরিস্কার না হওয়ায় এমন পোকার উৎপত্তি।

পুরসভার এক্সিকিউটিভ অফিসার অতনু মণ্ডল জানিয়েছেন, বিষয়টি শুনেছেন ও ছবিতে দেখেছেন। অতিদ্রুত এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *