আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ ডিসেম্বর : ফের প্রকাশ্যে শ্যুট আউটের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল উত্তর ২৪ পরগনার নৈহাটি থানার অন্তর্গত গৌরীপুর এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তির নাম রাজেশ সাউ (৪৫)। তাকে শনিবার দুপুরে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গৌরীপুর এলাকায় বাড়ি রাজেশের।
গুলিবিদ্ধ রাজেশের স্ত্রী সারদা দেবীর অভিযোগ, “এলাকারই দুষ্কৃতী, রাজেশের পূর্ব পরিচিত সন্তোষ যাদব রাজেশকে আজ দুপুরে ফোন করে ডেকে নিয়ে যায়। দুপুরের খাবার খেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেলে, কিছুক্ষনের মধ্যেই বাড়িতে খবর আসে রজেশকে গুলি করা হয়েছে। সন্তোষ ও তার দলবল রাজেশকে গুলি করে খুনের চেষ্টা করেছে। সন্তোষের শাস্তি চাই আমি।” পেশায় দুধ ব্যবসায়ী রাজেশের পিঠে একটি গুলি লাগে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেশ কে ফোন করে সন্তোষ যেখানে ডেকেছিল, সেখানেই সে গুলিবিদ্ধ হয়। প্রকাশ্যে রাস্তার উপরে শনিবার দুপুরে গুলি চলার শব্দে স্থানীয়রা জড়ো হয়ে গেলে ঘাতক দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নৈহাটি থানার পুলিশ। পুলিশ দ্রুত রাজেশকে প্রথমে নৈহাটি মাতৃ সদন হাসপাতালে নিয়ে আসে, পরে তাঁকে সেখান থেকে কলকাতার এন আর এস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান আর্থিক লেনদেন সংক্রান্ত শত্রুতার জেরে এই গুলি চলার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে গুলিবিদ্ধ রাজেশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। অভিযুক্ত সন্তোষ যাদবের খোঁজ শুরু করেছে পুলিশ।